নিউজ ডেক্স : বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকাকে নব্য-উপনিবেশবাদ হিসেবে মনে করে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ’নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে মস্কো।
এক টুইটে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকার কিছু রাজনীতিবিদের চিঠি প্রকাশের বিষয়টি আমরা দেখেছি। এটি হলো নব্য-উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস।
? #Zakharova: We have taken note of certain European and American politicians publishing letters calling for “free and fair” elections in Bangladesh ??
❌ This is #neocolonialism and yet another attempt at blatant interference in the internal affairs of a sovereign state. pic.twitter.com/D6lOzVuE2i
— MFA Russia ?? (@mfa_russia) July 6, 2023
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে সমালোচনা করেছে রাশিয়া।