এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে (সিটিজেন পার্কের সামনে) আজ ৩১ আগষ্ট সকাল ১০টায় বাসের চাপায় ৩ পথচারী গুরতর আহত হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন উপজেলা সদরের দরবেশ হাট সওদাগর পাড়ার মফিজুর রহমানের পুত্র মোঃ আরফাত (১৮), উখিয়া কুতুপালং এলাকার সোনামিয়ার পুত্র আকতার হোসেন (২৪) ও কক্সবাজার বারুয়াখালী এলাকার আমিন শরীফের পুত্র মোরশেদ (২৫)।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে আশংকাজনক অবস্থায় আরফাতকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুমি পরিবহনের একটি বাস (চট্টমেট্টো-জ-১৪-১৯০৯) গরু বাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন পথচারী গুরতর আহত হয়।
দূর্ঘটনা কবলিত বাসটি দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। দূর্ঘটনার পর গাড়ি চালক কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।