এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে (সিটিজেন পার্কের সামনে) আজ ৩১ আগষ্ট সকাল ১০টায় বাসের চাপায় আহতদের মধ্যে মোঃ আরফাত (১৮) আর নেই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি একইদিন বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আরফাত উপজেলা সদরের দরবেশহাট সওদাগর পাড়ার মফিজুর রহমানের পুত্র।
উল্লেখ্য, রুমি পরিবহনের যাত্রীবিহীন একটি বাস (চট্টমেট্টো-জ-১৪-১৯০৯) গরু বাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন পথচারী গুরতর আহত হয়।