ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন মো. আবদুল হামিদ

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন মো. আবদুল হামিদ

200651president_pic

নিউজ ডেক্স : দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদের পুরোটা পার করতে পারলে আবদুল হামিদই হবেন সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ব্যক্তি। কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১৬ জন। সেই হিসেবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

জানা গেছে, এ উপলক্ষে সন্ধ্যায় সরকার প্রধান শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। এ সময় তাঁর সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন। পরে স্পিকার শিরীন শারমিনসহ তারা একসঙ্গে দরবার হলে পৌঁছান। এ সময় সামরিক বাহিনীর একটি বাদক দল ফ্যানফেয়ার বাজায়।

দরবার হলে ঢোকার পরে আবদুল হামিদ ও শিরীন শারমিন মঞ্চে ওঠেন। এরপরে আবদুল হামিদকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যমের কর্তাব্যক্তি, পেশাজীবী প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!