_____জেসমিন সুলতানা চৌধুরী_____
তুমি নেই বঙ্গবন্ধু
তুবও তুমি আছো এ বিশাল বাংলায়
আছো রাজনীতির প্রতিটি লাইনে
আছো চিত্র করের রং তুলিতে
আছো শিল্পীর সুরের মোহনায়
আছো গল্পকারের ছড়াকারের কলমের কালিতে।
তুমি না থেকেই এত শক্তিশালী
তোমার কন্ঠের ঝাঁঝালো বৃক্তৃতা
আর আমরা শুনতে পাইনা।
তবুও তুমি আছো ছায়ার মতো
আমাদের চিন্তা চেতনায়।
তোমার নামে শক্তি পাই
তোমার নামে পথ চলার প্রেরণা পাই।
তুমি মরতে পার না, তুমি অমর,
তুমি আছো তুমি থাকবে,
তোমার কর্ম তোমাকে বাঁচিয়ে রাখবে।
সংসারের মায়া ছিল না কখনো তোমার,
করেছ মানুষের ভাগ্য বদলের আন্দোলন,
তাই তুমি চিরদিন মহান।
জানাই তোমাকে সালাম শত সহস্র
তোমাকে নিয়ে গর্ব করি, ফেলিনা কখনো অশ্রু
যারা পাশে থেকে যুগিয়েছে স্বাধীনতার প্রেরণা
তাদেরকে সালাম জানাতে কখনো ভুলিনা।