নিউজ ডেক্স : বোমাতঙ্কে ফেসবুকের সদরদপ্তরের ভবন খালি করে ফেলা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। তবে তল্লাশির পর সেখানে কোনও ডিভাইস খুঁজে পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার রাতে ‘সব ঠিক’ আছে বলে জানায় পুলিশ।
মেনলো পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা সূত্র থেকে খবর আসে, ফেসবুকের সদরদপ্তরে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। পরে এ বিষয়ে স্থানীয়দের সতর্ক করে দেওয়া হয়।
পুলিশ বলছে, বোমা হামলার হুমকির পাওয়ার পর একটি ভবন থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
সূত্র : রয়টার্স