______মুহাম্মদ সোলাইমান______
বিশ্ব ব্যাপী ফেসবুকের
জনপ্রিয়তা এতই বেড়েছে,
২০০৮ ফেসবুক আমার
প্রথম হৃদয় কেড়েছে।
অন্তর আমার জ্বলে পুড়ে ছাই
ফেসবুক তোমার তরে,
ফেসবুকের বিশ্ব নিউজ
হৃদয় সবার ভরে।
ফেসবুকে অশ্লীল-লেখা ছবি
করে যারা পোস্ট,
জানি তারা চরিত্রহীন লোক
তারা জ্ঞানহীন লুজ।
ফেসবুকের মিছে প্রেম ছলনা
আমাকে শুধু ভাবাই,
কমেন্ট লাইক এতই বেশি
পত্রিকাকে হার মানায়।
ফেসবুকে কটাক্ষ করা
বড়ই বেয়াদবি কুচক্র বেমানান,
চরিত্রহীন লোক তারা
নাই তাদের ইজ্জত মান।
যে জলে আগুন জ্বলে
জ্ঞানী লোকেরা কয়,
ফেইসবুকে লাইক-কমেন্ট
ব্যবহারে বংশের পরিচয় হয়।
ফেসবুকে লেখা-লেখিতে
প্রকাশ পায় বেশি চরিত্র,
শিক্ষামূলক কিছু লিখলে
হবে তোমরা পূত পবিত্র।
ফেসবুক আইন সদা মানা
সকলের কাছে দরকারী,
আইসিটি নিয়ম মানতে হবে
আদেশ হোক সরকারী।
তথ্যপ্রযুক্তি আইন অমান্যকারীর
শাস্তি আমরা চাই,
দূর্নীতি সন্ত্রাস চাঁদাবাজীর
কোন মূল্য নাই।।