নিউজ ডেক্স : মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রামের মির্জাপুল বস্তি। এবারের আগুনের পুড়ে ছাই হয়েছে বস্তির ৬০টি ঘর। তবে প্রাথমিক অনুসন্ধানে এখনো আগুনের কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে হঠাৎ করেই নগরের মির্জাপুল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে গেছে বস্তির ৬০টি ঘর। -জাগো নিউজ
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। ফায়ার সার্ভিসের চন্দনপুরা, নন্দনকানন, বায়েজিদ ও আগ্রাবাদ ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষ জানা যাবে।’ প্রাথমিক তথ্যের ভিত্তিতে বস্তির ছয়টি সারির অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) নগরের পাঁচলাইশ থানাধীন মির্জাপুলের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে বস্তির ১৫০টি ঘর পুড়ে যায়।