এলনিউজ২৪ডটকম: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভেঙ্গে ইসলাইলের নৃশংস হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাছির উদ্দিন, সিরাজ উদ্দিন, প্রচেষ্টার সভাপতি সোলেমান রাসেল, সহ-সভাপতি মো. ফরমান উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, আইন ও আদালত প্রশাসন সম্পাদক আ ন ম মুজিবুল করিম হেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন আমিরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি এম রফিক দিদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পুণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে প্রতিবাদে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইজরাইলি পণ্য বয়কটের পাশাপাশি সাম্প্রতিক ভারতের রাষ্ট্রীয় মদদে মসজিদ ভাঙ্গা ও মুসলিম মুসলিম নিধনের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।