নিউজ ডেক্স : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধারের ঘটনায় তার বান্ধবীকে আসামি করে হত্যা মামলা হয়েছে।
ফারদিনের বাবা নূর উদ্দিন রানা আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার রামপুরা থানায় এ মামলা দায়ের করেছেন বলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম জানান।
বুশরাকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমাদের টিম এখন বাইরে আছে তাকে নিয়ে। থানায় নেওয়ার পর বলা যাবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না।”
কেন ছেলের বান্ধবীকে সন্দেহ করছেন জানতে চাইলে নূর উদ্দিন রানা বরেন, “বুশরা নামের মেয়েটা ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে। ঘটনার দিন বিকাল থেকে আমার ছেলে ওই মেয়ের সঙ্গেই ছিল। তাদের সম্পর্ক প্রায় পাঁচ বছরের, বিতর্ক করতে গিয়ে পরিচয়। কিন্তু আমার ছেলের মৃত্যুতে সে ভেঙে পড়ে নাই।”