এলনিউজ২৪ডটকম: “বন্যপ্রাণী সংরক্ষণ অর্থায়ন মানুষ ও ধরিত্রীর উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা পাবলিক হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, দীপান্বিতা ভট্টাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণের রেঞ্জ কর্মকর্তা আবিদ হাসান ও মনজুর আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃতি আমাদের অকৃত্রিম বন্ধু। সুন্দর এই প্রকৃতি এবং পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন ও বন্যপ্রাণী। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব শুধু যে বন্যপ্রাণীর জন্য তাই নয়, কোন না কোনভাবে মানুষের অস্তিত্বও টিকে থাকার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ করা জরুরি। বন্যপ্রাণী সুরক্ষায় বিশ্বের সব নাগরিককে সোচ্চার আর সচেতন হতে হবে। যেখানেই বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ সংঘটিত হবে সেখানেই স্থানীয়দের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
“এসো চিনি বন্যপ্রাণী” কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লোহাগাড়া, বাঁশখালী ও চকরিয়া উপজেলার ৫টি বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।