নিউজ ডেক্স : পেকুয়ায় বজ্রপাতে রিফাত আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরী একই এলাকার প্রবাসী রুহুল আমিনের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেলে ঝড়বৃষ্টি আসার পূর্বে রিফাত ও তার দাদা জাকের আহমদ গোয়ালঘরে গরু রাখতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তারা দু’জনই আঘাতপ্রাপ্ত হয়। পরে প্রতিবেশিদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের পেকুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।