ব্রেকিং নিউজ
Home | ফটোফিচার | পুলিশের মহানুভবতা

পুলিশের মহানুভবতা

50

এক ভিক্ষুকের মেয়ের লেখাপড়ার জন্য বই কিনে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন লোহাগাড়া থানার এএসআই মোঃ জয়নাল আবেদীন। গতকাল লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের একটি রেষ্টুরেন্টের সিঁড়িতে বসে ভিক্ষা করছিলেন এক ভিক্ষুক। তিনি (ভিক্ষুক) অনেকজনকে টাকা-পয়সার পাশাপাশি তার মেয়ের বই কিনে দেয়ার কথা বলেছিলেন। কিন্তু কেউ তা কর্ণপাত করেনি। এএসআই জয়নাল আবেদীন রেষ্টুরেন্টে উঠার পথে ভিক্ষুক তার মেয়ে বইয়ের অভাবে পড়ালেখা করতে পারছেন বলে জানান। এ কথা শুনে তার (পুলিশ) মনে মহানুভবতা জেগে উঠল। সাথে সাথে তিনি (পুলিশ) ওই ভিক্ষুককে সাথে নিয়ে লাইব্রেরীতে গিয়ে নতুন বই কিনে দেন। নতুন বই হাতে পেয়ে ভিক্ষুক খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সমাজের যেই যার অবস্থান থেকে অসহায় গরীব-দুঃখিদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এএসআই মোঃ জয়নাল আবেদীন। ছবি এএসআই মোঃ জয়নাল আবেদীনের ফেসবুক আইডি থেকে নেয়া। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!