
এলনিউজ২৪ডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুণরায় নির্বাচিত হবার প্রত্যাশা করেছেন পদুয়া ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য মো. শাব্বির আহমদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।
শাব্বির আহমদ জানান, পদুয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড থেকে পর পর দুইবার সদস্য নির্বাচিত হয়েছেন। পুণরায়ও নির্বাচিত হবার প্রত্যাশা করছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
