এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নতুন পাড়ায় ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ির বাথরুমের উপর থাকা পানি ট্যাংকের চাপায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহত মোঃ রিপন মিয়া (১২) ওই এলাকার মোঃ নাছির উদ্দিনের পুত্র ও গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি মুহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে প্রকৃতির ডাকে বাথরুমে যায় মোঃ রিপন মিয়া। বাথরুমের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানির ট্যাংক (গাজী ট্যাংক) হঠাৎ তার উপর পড়ে। এতে সে গুরতর আহত হয়। পরিবারের লোকজন আশংকজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপনের মৃত্যুতে নিজ এলাকা ও স্কুলের সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
একইদিন বিকেল ৪টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে শিক্ষক মুহাম্মদ সোলাইমান জানিয়েছেন।