Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে দু’ভাইয়ের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে দু’ভাইয়ের গলিত মরদেহ উদ্ধার

151547Death_kalerkantho_picture

নিউজ ডেক্স : নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বন্ধ থাকা একটি কারখানার ভেতর থেকে দুই যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  দুই যুবক সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ন্যাশনাল আয়রন ফ্যাক্টরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে ‍পারেনি পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে দুই চাচাতো ভাই নিখোঁজ ছিলেন।  বিভিন্নভাবে খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি।  সর্বশেষ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আমরা ক্লিয়ার নই।

দুই যুবক হলেন, রাশেদ (২৭) ও খোকন (২৫)।  তাদের বাড়ি কালুরঘাট বিসিক শিল্প এলাকা সংলগ্ন চান্দগাঁওয়ের হামিদচর এলাকায়।  দুজন শিল্প এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বাংলানিউজকে বলেন, ন্যাশনাল আয়রন ফ্যাক্টরির ভেতরে একটি গাছের নিচে প্রায় গলিত মরদেহ দুটো পাওয়া গেছে।  ফ্যাক্টরিটি অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে।  তারা সেখানে কেন গেল, সেটা বুঝতে পারছি না।

পরিবারের লোকজন এসে শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!