নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি প্রাইভেট কার পটিয়া উপজেলার আদালত পুকুরে পড়ে গেছে। গাড়িটি ভেসে থাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে বলেন, হাইওয়ে ক্রস করে গাড়িটি কাছারী পুকুরে ঝাঁপ দিয়েছে। এরপর গাড়িটি ভাসতে থাকে। এ সময় চালক দরজার কাচ খুলে পালিয়ে যায়।
তিনি জানান, গাড়িটি যখন হাইওয়ে ক্রস করছিল তখন সৌভাগ্যবশত অপর পাশে গাড়ি ছিল না। যদি গাড়ি থাকত তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।
যোগাযোগ করলে পটিয়া হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি শুনেননি জানিয়ে বলেন, হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটেনি। পুকুরে গাড়ি পড়ে যাওয়ার বিষয়টি পটিয়া থানা পুলিশ জানবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহর কাছে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে বাংলানিউজকে বলেন, ‘আমি এই প্রথম শুনলাম। আমি খবর নিয়ে দেখছি।’
– বাংলানিউজটোয়েন্টিফোর.কম