ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

69

এলনিউজ২৪ডটকম : যারা ভুঁইপোড় তারা একদিন ইতিহাসের আস্তাখুড়ে নিক্ষিপ্ত হবে। মহান স্বাধীনতা সংগ্রামসহ এ সরকারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত চক্র। তারা প্রতিপদে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও প্রগতিশীল রাজনীতিকদের বিরুদ্ধাচারণ করেছে। আওয়ামীলীগ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে না পারতো তাহলে জামায়াত-বিএনপি দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত হতে দিত না। তারাই স্বাধীনতার শত্র“।

আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সব ভেদাভেদ ভুলে জামায়াত-বিএনপিকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ দেশের বৃহত্তম সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে। তবে তারা পরস্পর শত্র“ নয়। ত্যাগী নেতাদের অবশ্যই সংগঠন কোন না কোন সময়ে মূল্যায়ন করে। ১০ ফেব্র“য়ারী সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া। তিনি বলেছেন, আওয়ামীলীগ ও দলীয় নেতাকর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। দেশের গণতন্ত্রকে সঠিক পথে পরিচালনার জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর জীবনে ১৯ বার হুমকী এসেছে। রাজনীতিতে প্রতিকূলতাকে মোকাবিলা করতে হয়। রাজনীতিতে হতাশ হলে চলবে না। কাজ করতে হবে চূড়ান্ত পর্যায়ে জয়লাভের জন্য।

তিনি আরো বলেন, একজন রাজনৈতিক কর্মীর জীবনে চাওয়া-পাওয়া তেমন কিছুই নেই। দেশ প্রেম নিয়ে এগিয়ে যেতে পারলেই তার জীবন স্বার্থক হয়। লোহাগাড়াকে অনেক ক্ষেত্রে জামায়াত-শিবিরের ঘাঁটি বলে অনেকে উল্লেখ করেন। ১৯৭৩ সালের পর হতে ২০১৪ সালের আগ পর্যন্ত আওয়ামীলীগের কোন এমপি সাতকানিয়া- লোহাগাড়া হতে নির্বাচিত হয়নি। আগামী দিনেও দলকে এগিয়ে নিয়ে যেতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার আহবান জানান তিনি।

সংগঠনের উপজেলা সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন হিরু বক্তব্য রাখেন।

এ সময় লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটী কমান্ডার আবদুল হামিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ, শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিনের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুচ, আওয়ামীলীগ নেতাকর্মী, সাংবাদিক, সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!