ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক যেন মরণ ফাঁদ !

কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক যেন মরণ ফাঁদ !

68

এলনিউজ২৪ডটকম : কক্সবাজারের টেকনাফ, উখিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, বদরখালী, রাজাখালি, কুতুবদিয়া, চকরিয়া ও চট্টগ্রামের বাঁশখালী এলাকায় শীত মৌসুমে উৎপাদিত হয় প্রচুর লবণ।

দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে এ লবন চালান হয়। লবনবাহী গাড়ি থেকে নিঃসৃত হচ্ছে লবনপানি। লবনপানি ও কুয়াশা মিশে পিচ্ছিল হচ্ছে রাস্তা। ফলে মরন ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।

সড়ক পথে লবন চালানের সময় লবনপানি নিঃসৃত না হওয়ার জন্য গাড়িতে জিওট্যাক্স বিছানো বাধ্যতামূলক থাকলেও মানা হচ্ছেনা। সংশ্লিষ্ট প্রশাসনেরও কোন নজরদারী নেই। এখন পর্যটন মৌসুম। দেশের বিভিন্নস্থান থেকে পর্যটকরা আসেন কক্সবাজারে। অন্য জায়গা থেকে আসা চালকদের এ সড়ক সম্পর্কে অভিজ্ঞতা কম।

ফলে পিচ্ছিল অবস্থায় পর্যটকবাহী যানবাহনের চালকরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন স্থানীয়রাও প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন।

জিওট্যাক্স বিছানো ছাড়া লবনবাহী ট্রাক চলাচল বন্ধের জোরদাবী জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি একান্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!