ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পিস্তল হাতে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিস্তল হাতে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেক্স : পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় আসা পাবনার সেই ছাত্রলীগ নেতাকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

রোববার (৮ মে) রাতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকার একটি ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে র‍্যাবের এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই যুবকের নাম আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (৩০)। তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে।

তিনি পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

আজ সোমবার সকালে র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, পিস্তল হাতে নেওয়া ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আবু বক্কার সিদ্দিকী গা ঢাকা দেন।

ফেসবুকে পোস্ট দেওয়া একটি ছবিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। একটিতে দেখা যায়, শুধু হাতের ওপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ আছেন রাতুল। ছবিগুলো সম্প্রতি ফেসবুকে আপলোড করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার ছবিগুলো আলোচনায় আসে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!