
নিউজ ডেক্স : মুখ থেকে নিক্ষিপ্ত থুথু পায়ে পড়ায় ঝুন্টু দে নামে এক ব্যক্তি রাউজানের পশ্চিম বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রাজু দে ও তার স্ত্রীকে মারধর করেছেন বলে রাউজান থানায় অভিযোগ করেছেন। মারধরের শিকার ওই ব্যক্তি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
আহত রাজু দে পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দে’র পুত্র। থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ১৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে দেওয়ানপুর গ্রামের গোপাল ডাক্তার বাড়ি সংলগ্ন দোকানের সামনে রাজু দে থুথু ফেলার সময় তা ঝুন্টু দে’র পায়ে পড়ে। এতে ঝুন্টু ক্ষিপ্ত হয়ে রাজুকে মারতে থাকেন। রাজু দৌড়ে বাড়িতে আশ্রয় নিলে সেখানেও ঝুন্টু দে ও তার পরিবারের সদস্যরা গিয়ে রাজু ও তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এতে দুজনের হাতে মারাত্মক জখম হয়।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করতে এসআই অনুপমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। -আজাদী

Lohagaranews24 Your Trusted News Partner