ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পাকিস্তানে দুই বাসের সংঘর্ষে ১৯ জন নিহত

পাকিস্তানে দুই বাসের সংঘর্ষে ১৯ জন নিহত

image-76072-1540184393

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুই বাসের সংঘর্ষে ১৯ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রোববার রাতে পাঞ্জাবের গাজী ঘাট নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ এবং উদ্ধারকর্মীরা বলছেন, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করানো হলে আরও চারজন মারা যান। এছাড়াও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ বলছে, ৭০ জন যাত্রীবাহী বাস দুটি ডিজি খান থেকে মুলতান যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। বাস দুটির মুখোমুখি সংঘর্ষে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বাস কেটে তাদের মরদেহ বের করা হয়েছে।

সূত্র বলছে, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এবং অনেকেই একই পরিবারের সদস্য কিংবা আত্মীয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় কর্মকর্তাদেরকে আহতদের উপযুক্ত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন তারা। এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমান মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!