ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লোহাগাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

226

এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ স্কাউটস লোহাগাড়া শাখার উদ্যোগে ২২ অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। র‌্যালী ও আলোচনা সভা ছিল কর্মসূচির অন্যতম। দিবসের তাৎপর্য ও গুরুত্ব কর্মসূচিতে বর্ণনা করা হয়।

র‌্যালীতে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম নেতৃত্ব দেন। এ সময় লোহাগাড়া স্কাউটসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গ্রাম পুলিশ অংশগ্রহণ করে।

পরে লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ সুধীজনরা বক্তব্য রাখেন।

আলোচনা সভার প্রারম্ভে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়। রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা না বলা, ফুটপাত ব্যবহার করা, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশে পথচারীদেরকে চলার আহবান জানানো হয় বলে আয়োজকরা সাংবাদিকদের জানিয়েছেন।

তারা বলছেন, পথচারীদের অসচেতনতাই দূর্ঘটনার অন্যতম কারণ। পথচারী সচেতন হলে নিরাপদ সড়ক দিবসের সফলতা আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!