নুরুল ইসলাম ডালিম : প্রজাতন্ত্রের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভুমি টুঙ্গীপাড়ায় বেড়াতে যান। ভ্যানগাড়ীতে চড়ে তিনি ঘুরে বেড়ান তাঁর শৈশব স্মৃতিময় গ্রামে। বেকার যুবক ভ্যান চালককে খুশী হয়ে তিনি বিমান বাহিনীর একটি ছোট পদে তাকে চাকুরী দেন। আর এ বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করছেন। আমার দৃষ্টিতে বিষয়টি পরশ্রীকাতরই মনে হলো। প্রধানমন্ত্রী ভ্যান চালকের যোগ্যতা থাকলে আরো উচ্চ পদেও নিয়োগ দিতে পারেন। কতজনইতো বেকারদের চাকুরী দেন ঘুষ নিয়ে। প্রধানমন্ত্রীতো আর ঘুষ নেননি। তিনি দয়া আর মহানুভবতা দেখিয়েছেন। একজন বেকারকে পুর্নবাসনের জন্য তাঁকে আমার পক্ষ থেকে অভিনন্দন!
লেখক : শিক্ষক, পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম।