নিউজ ডেক্স : পটিয়া পৌরসভার বাসস্টেশন এলাকায় ছুরিকাঘাতে মেহেদি হাসান (১৪) নামে এক রিকশাচালক খুন হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে ধাউরডেঙ্গা সড়কের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মেহেদি হাসান ভোলা জেলার আলী আকবরের ছেলে। সে পটিয়ার শেয়ানপাড়া এলাকায় থাকতো। বাংলানিউজ
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে ছুরিকাঘাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।