নিউজ ডেক্স : রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়নি তিনটি ট্রেন। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।
নিরাপত্তার কথা চিন্তা করেই ট্রেন চলাচলে সাময়িক এ স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম। জানা গেছে, সকাল ১০ টায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।
এর আগে গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৪ জন। দগ্ধ আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে। -বাংলানিউজ