ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতি অভয়ারণ্যে ৫ সাপ-বেজি অবমুক্ত

চুনতি অভয়ারণ্যে ৫ সাপ-বেজি অবমুক্ত

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বনাঞ্চলে ৪টি সাপ ও ১টি বেজি অবমুক্ত করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন এই সাপ-বেজিগুলো অবমুক্ত করেন।

তিনি জানান, সকালে আজিজনগর বাজার এলাকায় এক সাপুড়ে সাপের খেলা দেখার খবরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দাঁড়াশ, ১টি কালনাগিনী, ২টি গোখরা সাপ ও ১টি বেজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপ-বেজিগুলো কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সাপ ধরা-খেলা দেখানো দন্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত সাপের মধ্যে গোখরা ভয়াবহ বিষধর। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাপ ও বেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উদ্ধার ও অভমুক্তির কাজে সহযোগিতা করেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!