সংবাদপত্র আর সাংবাদিক’রা জাতির বিবেক। মনুষ্যত্ব আর মানবিকতা ফুটে ওঠে সংবাদপত্রের মাধ্যমে। জেগে আর গর্জে ওঠে বিপন্ন মানুষ’রা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনা জাতিকে সঠিক নির্দেশনা দিতে সক্ষম। lohagaranews24.com শুরু হতে অদ্যাবিধ মানুষের কথা বলছে, দেশের উন্নয়ন সমৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্য ও স্বাধীনতার কথা বলছে।
উপজেলার সীমা ছেড়ে দেশ-বিদেশের আকর্ষণীয় সংবাদ প্রকাশেও lohagaranews24.com ভূমিকা রাখছে। দু’বছরের ব্যবধানে সঞ্চয় করেছে কতো-শতো প্রশংসা আর খ্যাতি। আমার প্রত্যাশা থাকবে lohagaranews24.com আগামীতেও গুণী আর গুণের পেছনে কলম ধরবে। যা যা দেশ ও দশের কল্যাণ হবে, সেটুকু প্রকাশ করবে। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করবে। lohagaranews24.com এর পথচলা সফল- স্বার্থক হোক। সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা। আমি ও আমরা lohagaranews24.com এর সাথে আছি এবং থাকবো বিশ্বাসে, ভালোবাসায়।

শুভকামনায়-
রিজিয়া রেজা চৌধুরী
নির্বাহী পরিচালক, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন
সভাপতি, গভর্ণিং বডি, সাতকানিয়া আল হেলাল ডিগ্রি কলেজ
সভাপতি, লোহাগাড়া-সাতকানিয়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম।