নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ি অগ্রণী ব্যাংকে আজ ৬ মার্চ (মঙ্গলবার) সকাল সোয়া ১১টায় জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চারটি গাড়ি কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, কাজির দেউড়ি অ্যাপোলো মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংকের জেরাটরে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিটের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।