এলনিউজ২৪ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার উপদেষ্টার নিজ বাড়িতে এই সাক্ষাত করা হয়।
এই সময় উপস্থিত লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আবু বকর রফিক ও উপজেলা মডেল কেয়ারটেকার মোহাম্মদ রাশেদুল হক।
সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এই সময় মডেল কেয়ারটেকার মোহাম্মদ রাশেদুল হককে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।