ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই: আনোয়ার আলম চৌধুরী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধে সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই: আনোয়ার আলম চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজ সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। রেমিট্যান্স প্রবাহ উন্নত হয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অগ্রযাত্রা রুখে দিতে একের পর এক ষড়যন্ত্র করছে। একেক দাবির আড়ালে একেক ষড়যন্ত্র বিদ্যমান। দ্রব্যমূল্যের সিন্ডিকেট প্রথা জনগণের কাছে বিষবাষ্প হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের বেড়েছে নাভিশ্বাস, সিন্ডিকেট ভাঙার বিকল্প নেই। ব্যবসায়ী সিন্ডিকেটরা এক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশা করছি। আর অসাধু সিন্ডিকেটদের চিহ্নিত করে তাদের বন্ধের জন্য প্রশাসনের তৎপরতা চালানোর জোর দাবি জানাচ্ছি।

২১ অক্টোবর সোমবার বিকালে নগরীর দেওয়ান বাজার বিআইএ মিলনায়তনে (জেলা অফিস) অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দীন নোমান, মুহাম্মদ নুরুল হক, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনসহ অন্যান্য থানা-পৌরসভা আমীরগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!