ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ ২০২২ সালে শেষ হবে : রেলমন্ত্রী

দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ ২০২২ সালে শেষ হবে : রেলমন্ত্রী

নিউজ ডেক্স : রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের কাজ প্রায় শেষ পর্যায়ে। সামান্য জটিলতা শেষে বাকিদেরও ক্ষতিপূরণ দেয়া হবে শিগগিরই। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, এখন পুরোদমে রেলপথ নির্মাণের কাজ চলবে। যথাসময়ে কাজ শেষ হলে আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এই লক্ষ্যে কাজ করছে সরকার।

রেলমন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তরী বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট করর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমিঅধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দৈনিক আজাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!