ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | দুনিয়ার মজদুর এক হও

দুনিয়ার মজদুর এক হও

181

_______ফিরোজা সামাদ_______

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
মজুরের নেই বিরাম,
অর্থ-লোলুপ তৃষ্ণার্ত মালিকের
থাকে পিপাসা অবিরাম !!
ঐযে দেখো দাড়িয়ে রয়েছে
বিশাল অট্রালিকা শতো
বড়ো বড়ো টাওয়ার ঝলমল করে
দেখো হাসছে অবিরত !!
এসব নির্মাণে ঝরিয়েছে শ্রমিক
তাদের গায়ের ঘাম,
কেউ কী দিতে পেড়েছে কভু
শ্রমিক মজুরের দাম ?
এই প্রতারণার শেষ হবে কবে
জাগে শ্রমিকের বোধ ,
তাইতো মনে জমে ওঠে ক্ষোভ
তারা নেবে প্রতিশোধ !!

লক্ষকোটি মুষ্ঠিবদ্ধ হাত ও
গগনভেদী হাক হুঙ্কারে,
সঠিক সময়ে কাজ শেষ হবে
মালিকে বলে হুঁশিয়ারে !!
লোলুপ মালিক অস্ত্র হাতে
গুলি ছাড়ে ঝাঁকেঝাঁক,
শক্তি সাহসে বুক পেতে মজুর
মুখে থাকে নির্বাক !!
দুনিয়ার মজদুর এক হও
মুখে থাকে শ্লোগান,
ভয়ে মালিক নিলো কেড়ে কতো
শ্রমিক মজুরের প্রাণ !!
রক্তের স্রোতে শ্রমিকের জামা
হলো টকটকে লাল।
লাল জামাটি মে দিবসের পতাকা
হয়ে থাকবে অনাদিকাল !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!