Home | সাহিত্য পাতা | তমাল গিরিখাত

তমাল গিরিখাত

410

____দাউদুল ইসলাম____

সেই অসম রক্ত প্লাবনের পর
বুকের উপত্যকায় জন্ম নিলো তমাল গিরিখাত,
তোমার কোলে নবজাতক শিশুর পা নাচানো দাপট
জন্ম নিলো নিবিড় সত্তা;
তারপর ভুলে গেছি জীবনের সমস্ত সাধ আহ্লাদ
হয়ে আছি বেমালুম উন্মাদ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!