এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ার মরহুম ডাঃ আবদুস ছালামের ২য় পুত্র প্রবীন হোমিও চিকিৎসক ছরওয়ার কামাল ৮ মে দুপুর ১.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
একইদিন বাদ এশা আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে প্রকাশ।

উল্লেখ্য, তিনি হোমিও চিকিৎসার পাশাপাশি পশ্চিম আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।