______মুহাম্মদ সোলাইমান______
আমাদের লোহাগাড়া ছায়া ঘেরা ডলু নদী,

ছবিতে বিস্ময় আনমনাও কভু থাকি যদি।
ছবিতে যেমন, অপরূপও তেমন, সুশোভিত গ্রাম,
পল্লী প্রকৃতি, নয়ন জুড়ানো বিখ্যাত নাম।
ডলুর বুকে, পরম সুখে, জেগেছে নতুন চর,
হাজার ইতিহাস সাক্ষি রেখেছে, কে আপন পর।
শত অন্যায় জুলুম শাসন হজম করেছে ডলু,
থামেনি কভু বয়ে চলেছে, জীবন করেছে আলো।
ডলুর পাড়ে, ঝোঁপে ঝাঁড়ে, ফুটেছে শিউলি ফুল,
নিরালায় ভাবি, সফলতার চাবি, হবেনা স্বপ্ন ভুল।
নয়ন জুড়ানো, হাসি ছড়ানো, আমাদের ডলু নদী,
শত সংগ্রামে, ডলু খাল নামে, বয়েছে নিরবধি।
বাল্যকালে বাপ-দাদারা মনের সুখে নদীতে বাইত জাল,
অচেনা এখন ডলু নদী, শুভ নববর্ষ ২০১৭ সাল।।