নিউজ ডেক্স : শাটল ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর। শাটল ট্রেনে উঠতে গিয়ে আজ বুধবার সকাল ৮টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতের নাম রবিউল আলম (২৬)। রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হুয়াইরাং এলাকার মো. হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
