Home | দেশ-বিদেশের সংবাদ | টাইগারদের বিজয়ে আবেগাপ্লুত খালেদা জিয়া

টাইগারদের বিজয়ে আবেগাপ্লুত খালেদা জিয়া

khaleda-20170319175339

নিউজ ডেক্স : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে (বাংলাদেশের শততম টেস্ট) টাইগারদের অসাধারণ কৃতিত্বে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘শ্রীলঙ্কার মতো শক্তিশালী ক্রিকেট দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যে কেউ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হয়। আমি বাংলাদেশি টাইগারদের নিয়ে গর্বিত ও আবেগাপ্লুত। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেট দল সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!