ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জেলা পরিষদ নির্বাচন : ৩৮ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাঁরা

জেলা পরিষদ নির্বাচন : ৩৮ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাঁরা

district-parisad-election20161228170802

নিউজ ডেক্স : দেশের ৬১ জেলার মধ্যে ২২টি জেলা পরিষদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৩৯টি জেলার মধ্যে বগুড়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এদিকে ৩৮ জেলা পরিষদে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব জেলায় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে বেশ কিছু জেলায় অপ্রীতিকর কিছু ঘটনাও ঘটেছে। বাকি জেলাগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিকে দুপুর ২টায় ভোটগ্রহণ শেষ হয়েই শুরু হয় গণনা। বেশ কিছু জেলায় ৩টার পরপরই নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকতারা। ৩৮ জেলায় নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে বিস্তারিত পড়ুন প্রতিবেদনে।

সিলেট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ : এ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক হুইপ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : এ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী  নির্বাচিত হয়েছেন।

বরিশাল : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মইদুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরগুনা : বরগুনায় জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোর হোসেন নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠি (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : ঝালকাঠিত জেলা পরিষদে সরদার শাহ আলম নির্বাচিত হয়েছেন।
ভোলা (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : ভোলা জেলা পরিষদে আব্দুল মোমিন টুলু বিজয়ী হয়েছেন।
পিরোজপুর : পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজ নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পটুয়াখালী : পটুয়াখালীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।

রংপুর : রংপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. ছাফিয়া খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট : লালমনিরহাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী আনারস প্রতীক নিয়ে ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঠাকুরগাঁও (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বিজয়ী হয়েছেন।
দিনাজপুর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আজিজুল ইমাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নীলফামারী : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ৪৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত।
তার নিকটতম আ.লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক পেয়েছেন ৪১১ ভোট।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা (ঘোড়া) বিজয়ী হয়েছেন।
পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর ছিদ্দিক পেয়েছেন ১২২ ভোট।

ঢাকা (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : ঢাকায় মো. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা):  মুন্সীগঞ্জ জেলা পরিষদে মো. মহিউদ্দিন বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন।
শরীয়তপুর : শরীয়তপুরে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়ে অাওয়ামী লীগের ছাবেদুর রহমান খোকা সিকদার  বিজয়ী হয়েছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফকির আব্দুল জব্বার।
নারায়ণগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : নারায়ণগঞ্জ জেলা পরিষদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
গাজীপুর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : গাজীপুর জেলা পরিষদে মো. আখতারুজ্জামান বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইল (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) :  টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : ফরিদপুরে মো. লোকমান মৃধা বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ : জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. গোলাম মহীউদ্দীন চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান আলীকে ১২৩ ভোটে পরাজিত করেন।
মাদারীপুর : মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিয়াজ উদ্দিন খান আনাসর প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুই স্বতন্ত্র প্রার্থী কোনো ভোট পাননি।
নরসিংদী : নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চৌধুরী এমদাদুল হক বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৯২৩ ভোট  পেয়েছেন। তার নিকটতম প্রার্থী অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।

ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী ইউসুফ খান পাঠান নির্বাচিত হয়েছেন।
শেরপুর : শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে পরাজিত করেছেন তিনি।
জামালপুর : জামালপুরে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
নেত্রকোনা (বিনাপ্রতিদ্বন্দ্বিতা): নেত্রকোনা জেলা পরিষদে প্রশান্ত কুমার রায় নির্বাচিত হয়েছেন।

খুলনা : খুলনা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ।
নড়াইল : নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বিজয়ী হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
যশোর  (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) :  যশোর জেলা পরিষদে শাহ হাদিউজ্জামান নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : কুষ্টিয়া জেলা পরিষদে রবিউল ইসলাম বিজয়ী হয়েছেন।
বাগেরহাট  (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : বাগেরহাট জেলা পরিষদে শেখ কামরুজ্জামান টুকু বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ১২টি কেন্দ্রে ৬৫৩ ভোট পেয়েছেন।
মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম রসুল (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি ১০৭ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন (মোবাইল) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ :  ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস (চশমা প্রতীকে) ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মাগুরা : মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু ঘোড়া প্রতীকে ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান ১৮০ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : চট্টগ্রামে এম এ সালাম বিজয়ী হয়েছেন।
ফেনী (বিনাপ্রতিদ্বন্দ্বিতা): ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার : কক্সবাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা : কুমিল্লায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক নৌ-বাহিনীর প্রধান মো. আবু তাহের (চশমা) বিজয়ী হয়েছেন।
চাঁদপুর : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ওসমান গনি পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূরুল আমিন রুহুল (ঘোড়া) পেয়েছেন ৪১১ ভোট।
নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রশাসক ও মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ (টেবিল ফ্যান) প্রতীকে ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ শফিকুল আলম (এমএসসি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোটেক সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।
লক্ষ্মীপুর :  জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম (আনারস) ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আলাউদ্দিন পেয়েছেন ১৯৭ ভোট।

রাজশাহী : রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার নির্বাচিত হয়েছেন।
জয়পুরহাট  (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : জয়পুরহাট জেলা পরিষদে আরিফুর রহমান রকেট বিজয়ী হয়েছেন।
নওগাঁ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি নির্বাচিত হয়েছেন।
নাটোর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : নাটোরে সাজেদুর রহমান খাঁন নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বিতা) : সিরাজগঞ্জ জেলা পরিষদে আব্দুল লতিফ বিশ্বাস বিজয়ী হয়েছেন।
পাবনা : পাবনায় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডল নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!