_____ওয়ারদাতুল জিনান_____
প্রজাপতি মেলল ডানা
লাগল মনে দোলা,
মনজুড়ে সুখের ছোঁয়া
জাগল ভালোলাগা।
কেটে গেল বিষণ্ণতা
মুছল শোকগাঁথা,
নেই মনে আজ বিবর্ণতা
রঙিন হল ধরা।
ছন্দবিহীন জীবনখানা
পেল সুরের ছোঁয়া,
জীবননদী বাঁধনহারা
নেইকো মোহনা।
এমনি করে তুমি সখা
রোজ মেলিও ডানা,
দিও আমায় ভালবাসা
আলতো একটু ছোঁয়া।
