
নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে গুরুতর আহত গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য এমরান চৌধুরী (৪৫) মারা গেছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এমরান চৌধুরী গড়দুয়ারার ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার কান্দর আলি চৌধুরী বাড়ির মো. ওমর চৌধুরীর ছেলে।

ওসি বেলাল উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য এমরান চৌধুরীকে ছুরিকাঘাত করা হয়। সোমবার রাত দুইটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার ইছাপুর বাজারে কেনাকাটা করতে যান ইউপি সদস্য এমরান। এ সময় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জামশেদ নামে একজনের সঙ্গে কাটাকাটি হয়। এক পর্যায়ে জামশেদ পার্শ্ববর্তী মুরগীর দোকান থেকে ছুরি নিয়ে এমরানকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner