নিউজ ডেক্স : সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়ার কুল গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, হাসান মাহমুদ রুবেল (৩৪), মো. জাফরুল মনির (২৪), কাইয়ুম মাহমুদ (২০) ও তৌহিদুল আলম তারেক (২৫)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালিয়ার কুল গ্রামে জাহিদ নামে এক পলাতক আসামি বাড়ির অভিযান চালানো হয়। এসময় চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা বিভিন্ন মডেলের পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। -বাংলানিউজ