এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বন্যপ্রাণী অভয়ারণ্যে দেড় একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বড় বিল নামক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন জানান, একটি প্রভাবশালী মহল অভয়ারণ্যের সংরক্ষিত বনভূমি জবরদখল করে লেবু কাঁটা জাতীয় বাগান সৃজন করেন। এতে হাতিসহ বন্যপ্রাণীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে লেবু কাঁটা জাতীয় বাগান উচ্ছেদ পূর্বক জবরদখলকৃত বনভূমির জায়গা উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান জানান, অবৈধভাবে সৃজিত লেবু কাঁটা জাতীয় বাগান উচ্ছেদপূর্বক জবরদখলমুক্ত বনভূমির পরিমাণ দেড় একর। সেখানে দেশীয় প্রজাতির বৃক্ষের চারা দ্বারা বনায়নের পরিকল্পনা করা হচ্ছে। বনবিভাগের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্ব ও চুনতি বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের সহযোগিতায় রেঞ্জ-বিটের সকল স্টাফ ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।