এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পূর্ব পার্শ্বে বড়ুয়া পাড়ায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। গত ৮ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ১০টায় অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন সুধীর বড়ুয়া, রনধীর বড়ুয়া, মিলন বড়ুয়া, স্বপন বড়ুয়া, রপন বড়ুয়া ও দীপন বড়ুয়া।
জানা যায়, রনধীর বড়ুয়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কাঁচা দেয়াল ও টিনের ছাউনীযুক্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, আজ ৯ ফেব্রুয়ারী শনিবার সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে একটি করে শাড়ি বিতরণ করেন এবং তাদের জন্য অনুদানের ব্যবস্থা করছেন বলে জানান ইউএনও।