এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পূর্ব পার্শ্বে বড়–য়া পাড়ায় অগ্নিকান্ডে ৬ বাড়ি ভস্মিভূত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার। আজ ৮ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছেন সোনা বড়ুয়া ও সুধীর বড়ুয়া। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।