_____শুভ্রা নীলাঞ্জনা_____
প্রেম চাই অখণ্ড,
ভুখন্ডের মত ।
ভালবাসা চাই
সার্বভৌম রাষ্ট্রের মত ।

প্রনয়ে বাক স্বাধীনতা চাই
গনতন্ত্রের মত ।
কাঙ্খিত চাওয়া গুলি চাই
ধর্মনিরপেক্ষতার মত ।
তোমাকে চাই
সংবিধানের ধারার মত।
ভরপুর সুখ, শান্তি, আনন্দ চাই
সার্বজনীন উৎসবের মত।