____কাজী মোহাম্মদ শাহজাহান____
চাঁদ তুমি দূরেই ভালো, কাছে গেলে মরি..
আলো-বাতাস-পানি নাই, রূপের ছড়াছড়ি ৷
রাত-নিশিতে ডাকো তুমি, পাগলা ছুটে চলি..
তোমার আলো মাতাল ঝলক, নিজের বিশ্ব ভুলি৷
পূর্ণিমা না দৈত্য তুমি, আমায় গিলে খাও..
পূর্ণ পেটে খিদে তোমার, আরও খেতে যাও৷
দূরে আছ দূরেই ভালো, কাছে টানার ফাঁদ..
পরের আলোয় বাহাদুরি, নামেই শুধু চাঁদ ৷
চাঁদ তুমি নামেই ভালো, নানান নামের নাম..
ভালোবাসার ভাসা এক, আমার নাই কাম।