এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বায় ইটভাটায় অভিযান চালিয়ে ৩২০ ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ জব্দ করেছে বনবিভাগ। শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.এম.বি নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটায় পোড়ানোর জন্য অবৈধভাবে মজুদ করার ৩২০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।