নিউজ ডেক্স : আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
রোববার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান এ তথ্য জানান। বাংলানিউজ
তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করায় আগামী ০৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গত ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির ১১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদন শুরুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।