নিউজ ডেক্স : আজ (বুধবার) চন্দনাইশ উপজেলা নির্বাচনে স্থগিত ২ কেন্দ্রের পুননির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এতে ২ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম নাজিম উদ্দীনের করা রিটের প্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এ আদেশ দেন। আদেশে আগামী ২ সপ্তাহের মধ্যে স্থগিত কেন্দ্রের ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, আজ বুধবার চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ২টি কেন্দ্র পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুননির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম নাজিম উদ্দীন নির্বাচন স্থগিত চেয়ে গতকাল ১৬ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, অতিরিক্ত নির্বাচন অপারেশন-২, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী, ডেপুটি কমিশনার এন্ড আপিল অথরিটি, রিটানিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসারসহ ৯ জনকে প্রতিপক্ষ করা হয়। শুনানিকালে একেএম নাজিম উদ্দীনের পক্ষে কৌশলী বলেন, নির্বাচন কমিশন তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দীন মাহামুদ বলেন, সারাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচনী পরিবেশ অব্যাহত থাকায় নির্বাচনে কোনরকম বাধা নেই। সুতরাং নির্দিষ্ট তারিখে নির্বাচন হওয়া বাঞ্চনীয়। কিন্তু শুনানি শেষে বিচারক স্থগিত ২টি কেন্দ্রের ভোটগ্রহণ ২ সপ্তাহের জন্য সময় দিয়ে রুল জারি করেন। সেই সাথে স্থগিত ২টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী সহকারী এটর্নি জেনারেল এড. মাসুদ আলম চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।